পিতল-কাঁসা পরিষ্কার করার নিয়ম-
১। লবণ আর লেবুর রস -বাসন মাজার ফোমের মধ্যে একটু লবণ আর লেবুর রস নিয়ে বাসনপত্রের ওপর নিয়ে ঘষতে থাকুন, এর ফলে বাসনপত্রের কালচে ভাব দূরে চলে যাবে। এরপর পাণি দিয়ে ধুয়ে নিন বাসনপত্র একেবারে নতুনের মত চকচক করবে।
২। তেঁতুল -পিতল বা কাঁসা বাসন মাজার ক্ষেত্রে তেঁতুলের ব্যবহার অনস্বীকার্য। পিতল-কাঁসার বাসনে তেঁতুল নিয়ে ঘষে দিন।দেখবেন একেবারে নতুন বাসনের মত চকচক করছে।
৩। ছাই -পিতল-কাঁসার বাসনপত্র মাজতে ছাই ব্যবহার করতে পারেন। একটা মাজুনিতে একটু ছাই নিয়ে একটু ঘষে নিলেই দেখবেন বাসনপত্র একেবারে নতুনের মতো ঝকঝক করবে।
৪। বেকিং সোডা – একটা মাজুনিতে বিকিংসোডা দিয়ে ভালোমতো ঘষে নিয়ে পরিষ্কার করুন। অনেকে আবার বেকিং সোডার সাথে লবন মিশিয়ে ও পিতল-কাঁসার বাসন পত্র পরিষ্কার করে থাকেন।
৫। ভিনিগার -পিতল-কাঁসার বাসনপত্রের উপর ভিনিগারটা ছিটিয়ে দিন, তারপর কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। আধঘন্টা পর একটা ছোবড়া দিয়ে ঘষতে থাকুন। এরপর পানি দিয়ে ধুয়ে নিলেই দেখবেন বাসনপত্র একেবারে নতুনের মত চকচক করছে।
৬। মেটাল পলিশ- চকচকে ভাব চাইলে পিতল মেটাল পলিশ সুতি নরম কাপড়ে দিয়ে ঘষে নিলে একদম পুরো নতুন হয়ে যাবে।
তবে এই কাজে খসখসে জিনিসের ব্যবহার (যেমনঃ তারের জালি) আপনার প্রিয় পিতলের পাত্রের উপর আঁচড়ের মতো দাগ তৈরি করতে পারে এবং তাতে নষ্ট হয়ে যেতে পারে তার সৌন্দর্য | সেই জন্য ফোম বা কাপড় ব্যবহার করবেন।
কলের পানিতে পিতল-কাঁসার বাসনপত্র ছোপ ছোপ পানির দাগ পরতে পারে।
পিতল-কাঁসার বাসনপত্র ধোয়ার পরে অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে রাখতে হবে।